দৈনিক যিকর
সকালের যিকর
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আল্লাহর পবিত্রতা বর্ণনা করি এবং তাঁর প্রশংসা করি
সন্ধ্যার যিকর
أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর দিকে ফিরে যাই
ঘুমের আগের দোয়া
بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া
হে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করি এবং জীবন লাভ করি
ইসলামিক রিমাইন্ডার
নামাজের গুরুত্ব
নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এটি মুমিনের মেরাজ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ।
রোজার ফজিলত
রোজা রাখা একটি মহান ইবাদত। এটি ধৈর্য ও আত্মসংযমের শিক্ষা দেয়।
দোয়া সমূহ
খাবারের দোয়া
بِسْمِ اللهِ وَعَلَى بَرَكَةِ الله
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ
আল্লাহর নামে এবং আল্লাহর বরকতে
মসজিদে প্রবেশের দোয়া
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
আল্লাহুম্মাফ তাহ লি আবওয়াবা রহমাতিক
হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন